ঢাকাFriday , 8 February 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কালীগঞ্জে ছাত্রীকে কু-প্রস্তাব, পরিচালক পলাতক প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ,ভিডিও

TITUL ISLAM
February 8, 2019 10:08 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অরণ্য স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পরিচালক আঞ্জুরুল হক মিন্টু পলাতক রয়েছে

দেখুন ভিডিওটি স্থানীয়রা এ ঘটনায় স্কুুল  পরিচালকের  শাস্তির দাবীতে ঘন্টাব্যাপি বিক্ষোভ। 

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গোড়ল এলাকায় অবস্থিত অরণ্য স্কুল এন্ড কলেজের পরিচালক আঞ্জুরুল হক মিন্টু দীর্ঘদিন থেকে ওই স্কুলের নারী কমলমতি শিশুদের ভয়ভীতি প্রদর্শন করে শ্লীলতাহানী, যৌন নিপীড়ন করে আসছেন।

এরই এক পর্যায় গত বৃহস্পতিবার ৭ ফ্রেব্রুয়ারী সন্ধায় নবম শ্রেণীর এক ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে
শ্লীলতাহানীর চেষ্টা করে পরে ওই ছাত্রী কক্ষ থেকে বাহির হয়ে এসে বিষয়টি স্থানীয়দেরসহ পরিবারকে জানায়। স্থানীয়রা এ ঘটনায় পরিচালক আঞ্জুরুল হক মিন্টুর শাস্তির দাবীতে ঘন্টাব্যাপি বিক্ষোভ করে।

ওই ছাত্রীর অভিভাবক বিষয়টি সন্তানের কাছ থেকে অবহিত হবার পর ওই লম্পট পরিচালকের বিরুদ্ধে বিচারের দাবীতে কালীগঞ্জ থানায় এজাহার ভুক্ত মামলা দায়ের করে।
এ বিষয় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বাদল কুমার মন্ডল জানান,এ ঘটনায় অরন্য স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে এজাহারভুক্ত মামলা দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,স্কুল পরিচালক আঞ্জুরুল হক মিন্টুকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই স্কুলের অফিস কক্ষে সীলগালা করা হয়েছে

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।