ঢাকাThursday , 25 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘‘তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের’’ দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

TITUL ISLAM
April 25, 2024 3:11 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

কেন্দ্রীয় কর্মসূচিরঅংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে, তিস্তা নদী সুরক্ষায় ৬ দফা বাস্তবায়নের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্বাক্ষরলিপি প্রদান করেছে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম সরকারি কাজে ঢাকায় অবস্থান করায় ৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি তাঁর অফিসের মোঃ আলাল হোসেন গ্রহণ করেন। সংগঠনের নেতৃবৃন্দরা দেখা করে তিস্তা নদী রক্ষায় ৬ দফা দাবী সম্বলিত প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মনওয়ারুল ইসলাম, সভাপতি উপজেলা কমিটি, নজরুল ইসলাম মোল্লা যুগ্ম সম্পাদক, আব্দুল হাকিম, স্টান্ডিং কমিটির সদস্য, আব্দুল হামিদ সদস্য,আব্দুল আজিজ,জামাল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য।

স্বারকলিপিতে তিস্তা নদী সুরক্ষায় মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, অভিন্ন নদী হিসাবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন, তিস্তা নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ, তিস্তার ভাঙ্গনে বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ, ভাঙ্গনের শিকার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন,  তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মত খনন, তিস্তা নদীর তীরবর্তী কৃষকের স্বার্থ সুরক্ষায় কৃষি সমবায় ও কৃষিভিত্তিক শিল্প কারখানা কলকারখানা গড়ে তোলা, তিস্তা নদীর শাখা প্রশাখা উপশাখা গুলোর সঙ্গে নদীর পূর্বেকার সংযোগ স্থাপন এবং দখলমুক্ত করা, মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তাপারের মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবী জানানো হয়

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।