ঢাকাTuesday , 16 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বুড়িমারী স্থল বন্দর দিয়ে সিকিমের মন্ত্রী রামচন্দ্র পৌডিয়ালের মরদেহ হস্তান্তর

TITUL ISLAM
July 16, 2024 6:42 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট। ।

লালমনিরহাটের আদিতমারী থেকে উদ্ধার করা মরদেহটি ভারতের অঙ্গরাজ্য সিকিমের সাবেক মন্ত্রী ও গণতন্ত্রপন্থী নেতা রামচন্দ্র পৌডিয়ালের (৮০)। মঙ্গলবার (১৬ জুলাই) রাতেই বুড়িমারী স্থলবন্দর দিয়ে তার মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামে তিস্তা নদীর চর থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।

তারপর ময়নাতদন্ত সম্পন্ন করে পুলিশ ধারণা করছে, সিকিমে ভারি বর্ষণ ও তিস্তার প্রচণ্ড ঢলের পানির সঙ্গে তার লাশ ভেসে আসতে পারে।

আদিতমারী থানার ওসি মাহামুদুন নবী বলেন, ‘তিস্তার চর থেকে অজ্ঞাতপরিচয় মরদেহটি উদ্ধার হয়। নদীতে পানি কমে সেটি বালুতে আটকে ছিল। পরে পরিচয় জানার জন্য দেশের বিভিন্ন প্রান্তসহ ভারতেও যোগাযোগ করা হয়। সেখান থেকে ওই ব্যক্তির শারীরিক গঠন ও হাতে থাকা  ঘড়ি দেখে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করে, তিনি রামচন্দ্র পৌডিয়াল।

রাতেই তার লাশ হস্তান্তর করব।’

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, আর সি পৌডিয়াল নামে পরিচিত সিকিমের এই রাজনীতিক ৭ জুলাই সকালে সিকিমের সিংটামের বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেননি।

 

মরদেহ হস্তান্তরের সময় ভারতের মেখলিগঞ্জ মহকুমা পুলিশ কর্মকর্তা আশীষ পি সুব্বা, মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস, রাম চন্দ্র পৌডিয়ালের মেয়েজামাই নীল শেখ, আদিতমারী থানার ওসি মাহামুদ-উন-নবী, পাটগ্রাম থানার এসআই কাওসার হোসেন, বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টের কমান্ডার হাফিজুর রহমানসহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।