পলি আক্তার ইতালি থেকে :-
মহান আল্লাহতাআলার সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী বাংলাদেশিসহ বিদেশী মুসলমান রোজাদারদের সম্মানে গত ১৮ই মে শনিবার রাজধানী রোমের তুসকোলানা মসজিদে উমর-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সর্বস্তরের জনসাধারণ ও ইতালী রোমের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরাও উপস্থিত ছিলেন। প্রবাসী মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, বিভিন্ন দেশের মানুষের সমাগম ঘটে মসজিদে এ উমর তুসকোলানায়, এছাড়াও দেখা গেছে ইতালীয়ান, মরক্কো, আফ্রিকান, পাকিস্তানি, ইন্ডিয়ানি ও বাংলাদেশি সহ অনেক মুসলিম ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়াও মহিলাদের জন্য ছিল সু বিশাল মসজিদের পাশেই একটি রেস্টুরেন্টের হলরুমে নামায ও ইফতারের জন্য সুবিধা।
উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি
সাখাওয়াত হোসেনর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সুজন হওলাদার যৌথ পরিচালনায় দোয়া পরিচালনা করেন তুসকোলানা উমর জামে মসজিদের ইমাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সাবেক সভাপতি ধূমকেতু কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল।
এছাড়াও মাহফিলে আরো উপস্থিত ছিলেন-
বাংলাদেশ সমিতি ইতালী, ইতালী আওয়ামীলীগ, ইতালী বি এন পি, ইতালী মহিলা আওয়ামী লীগ, বৃহত্তর ঢাকা সমিতি ইতালী, জালালাবাদ এসোসিয়েশন ইতালী, বৃহত্তর কুমিল্লা সমিতি, বরিশাল বিভাগ সমিতি, ঢাকা জেলা সমিতি, ঢাকা যুব সংঘ, বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী যুব সংঘ, সানপাওলো সামাজিক সংগঠন, বাংকার ব্যবসায়ী সমিতি রোম ইতালী, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, একতা ব্যবসায়ী সমিতি, মহিলা সমাজ কল্যান সমিতি ইতালী, মহিলা সংস্থা ইতালী, তুসকোলানা নারী সংস্থা, নব জাগরন নারী কল্যান সমিতি, তুসকোলানা সমাজ কল্যান সমিতি, যুবলীগ ইতালী শাখা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রোম মহানগর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইতালী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, তুসকোলনা সমাজ কল্যান সমিতি, গাজীপুর জেলা সমাজ কল্যান সমিতি সহ ইতালীর আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন, রমজানের এই সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ দূর করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করেছে। প্রবাসীরা সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তারা সামাজিক সংগঠন সহবাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালীকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মিয়া তারা, সদ্য সাবেক সভাপতি, স্থায়ী কমিটির সদস্য মইনুল হোসেন ময়না, উপদেষ্ট হাফিজুর রহমান, ছিদ্দিক মিয়া, আলমগীর কবির, আমিনুর রহমান খোকন, জামাল মাঝি, দেলোয়ার হোসাইন। সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মিয়া, সহ সভপতি জাহাঙ্গীর আলম সাহেদ, শাহজাহান পাটোয়ারী, শফিকুল ইসলাম বাশার,তাফসির আলম, আবুল কালাম, আব্দুর রহিম, রিপন মজুমদার, আহমেদ নূর, সানা উল্লাহকে তুহিন, ওসমান গনি, ইকবাল হোসেন বেপারী, আহমেদ সুমন সাজেদুল ইসলাম মনা আব্দুল মোতালেব লিটন, যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলম, হোসাইম মনির, জাহাঙ্গীর হোসাইন, মুহিবুর রহমান মুরাদ, সিরাজুল ইসলাম জামাল, উজ্জ্বল আহমেদ, ইয়াসিন মোল্লা, ওমর ফারুক, মাতাবর ইব্রাহিম, মেহেদি হাসান, দিদার উদ্দিন, বজলুর ইসলাম, রানা আহমেদ। সহ কোষাধ্যক্ষ শেখ সাইদ, সহ সাংগঠনিক রিয়াজ ভূঁইয়া, কামরুল হাসান, আলমগীর হোসাইন, ইকবাল হোসেন ভূঁইয়া, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, জাকির হোসাইন, মাজেদ হাওলাদার, জনি রহমান, শেখ মনির, তাজুল ইসলাম সেমল মাসুম শিকদার উদ্দিন জাহিদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুবারক হোসাইন, ইমদাদুল হক মজুমদার, ইয়াসিন মিয়া, আলী মোহন,জুয়েল মৃধা, সজল আহমেদ, জুয়েল হাওলাদার, নূর আলম, আনোয়ার শরিফ প্রমুখ।
পরিশেষে সমিতির সভাপতি সাখাওয়াত হোসাইন বলেন, প্রবাসের মাটিতে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের যে কোন সমস্যায় এগিয়ে যাওয়ার মূল লক্ষ্য নিয়ে এই সংগঠনের যাত্রা। আগামীতে সকলের সহযোগিতায় রোমের সকল সংগঠনকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। এবং ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতারের পূর্বে কোরান তেলোয়াত, ফাতেহা পাঠ, রমজানের তাৎপর্য বর্ননা করেন এবং বাংলাদেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।