সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম শহরের পৌর এলাকার পুর্ব কামারপাড়া গ্রামে কৃষি জমি থেকে হাবিবুর রহমান নামের এক এইচএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে, বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার সকালে এলাকাবাসী শহরের পুর্ব কামারপাড়ায় কৃষি জমিতে ঐ যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাবিবুর রহমান কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি কুড়িগ্রামে কোর্টে শিক্ষা নবীশ হিসেবে মোহরীর কাজ করতো। সে শহরের পুর্ব কামারপাড়া গ্রামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতো।
নিহত হাসিবুর রহমান চিলমারী উপজেলার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের পুত্র।
কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম ঘটনাস্থল তদন্ত করে জানান, এটি একটি নৃশংস হত্যাকান্ড। প্রাথমিক তদন্তে লাশের পা বাধা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার কারন উদঘাটনের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত হত্যা রহস্য উদঘাটন করে আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে।