ঢাকাMonday , 13 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের মেয়ে জেসি বিশ্বকাপে !

TITUL ISLAM
January 13, 2025 10:48 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনোনীত প্রথম নারী আম্পায়ার তিনি। এবারই প্রথম কোনো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অ-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতার পর এবার বাংলাদেশের প্রথম কোন নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ পেলেন সাথিরা জাকির জেসি। সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সাথিরা জাকির জেসি’র বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়।

আনুষ্ঠানিক ঘোষণার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জেসি নিজেই নিশ্চিত করেছেন এই খবর। তিনি লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, স্বপ্ন সত্যি হলো। আমি আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ দিয়েছেন আমার জন্য সবাই দোয়া করবেন।’

লালমনিরহাটের মেয়ে জেসি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করেছেন। আগামী বিপিএলেও তাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে হচ্ছে আলোচনা। এবারের প্রমীলা এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। জেসি এখন পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।

পাটগ্রামের বাসীন্দা সুমন মিয়া বলেন, পাটগ্রামের মেয়ে ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সত্যি এটা আনন্দের খবর, এলাকার সস্তান হিসেবে গর্ববোধ করি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।