ঢাকাFriday , 24 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

লালমনিরহাটে কাচামরিচের বাজারে উত্তাপ

TITUL ISLAM
May 24, 2024 5:52 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট।। 

সপ্তাহের ব্যবধানে লালমনিরহাটে কালীগঞ্জে বাজারগুলোতে কাচামরিচের দাম বেশ বেড়েছে,কমেছে সবজির দাম। সরবারহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম এ সপ্তাহে ঊর্ধ্বমুখী। ফলে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা আর চাপে রয়েছেন নিম্নবিত্ত ও দরিদ্ররা।

শুক্রবার (২৪ মে) কালীগঞ্জে বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে, বিক্রি হচ্ছে মানভেদে, তবে কাচামরিচের দাম বেশ চরা দামে কিনতে হচ্ছে,।

সস্তা বলে পরিচিত পেঁপের কেজিও এখন ৪০ টাকা। গাজর ৬০, শসা ৩০ ও টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০,১৮০ টাকা দরে। করলা ৪০-৫০ টাকা, ঝিঁঙে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাপারহাটে বাজারে সবজি কিনতে আসা মো আমিন মিয়া বলেন, এ বাজারে অন্য সব বাজারের চেয়ে দাম একটু কম পাই, তাই আসি। কিন্তু সবজির দাম যেভাবে বাড়ছে কিনে খাওয়াই কঠিন হয়ে যাচ্ছে। সবকিছুর দাম বেড়েছে। বাজারে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৮৫ টাকা, যা আগের চেয়ে ৫ টাকা বেশি। এ ছাড়া আদা- ৩০০টাকা রসুন ২০০ টাকার নিচে মিলছে না।

কাচামরিচের বাজারে উত্তাপ, চড়া দাম ঈদ সামনে রেখে মসলার দাম বাড়ল ৫০-৩০০ টাকা! বিক্রেতারা জানান,চাহিদা বেড়েছে কিন্তু সে অনুপাতে সরবরাহ নেই। এ ছাড়া গরমের কারনে দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে একধরনের সংকট তৈরি হয়েছে। তাই বেশির ভাগ দাম বাড়তির দিকে রয়েছে।বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

চাপারহাটে বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মো. মাসুম মিয়া আক্ষেপ করে বলেন, মাঝে সরকারের পক্ষ থেকে দৌড়ঝাঁপ দেখলাম। এখন তারা ঠান্ডা। অথচ বাজার গরম হয়ে উঠেছে। দেখার কেউ নেই।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।