ঢাকাSaturday , 2 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী বিসিবি

TITUL ISLAM
May 2, 2020 7:09 am
Link Copied!

ক্রীড়া ডেস্ক….

করোনাভাইরাসের জেরে পুরো বিশ্বে বিরাজ করছে স্থবির অবস্থা। বাতিল হচ্ছে একের পর এক ক্রীড়াযজ্ঞ, বন্ধ হয়ে আছে ক্রিকেট। সেই আবহেই বাংলাদেশের গোটা তিনেক ক্রিকেট সফর বাতিল হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা দেখছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে।

আগামী জুলাই মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার কথা মুমিনুলদের। এনিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে নিয়মিত আলাপ চলছে বিসিবির। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজামউদ্দিন বলেছেন, ‘বুধবার (২৯ এপ্রিল) এসএলসির প্রধান নির্বাহীর সঙ্গে আমার একটি বৈঠক হয়েছে। আমরা এই সফর নিয়ে আলোচনা করছি। তবে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।’ নিজাম উদ্দিন এটিও নিশ্চিত করেন, এমন পরিস্থিতিতে দুই দেশের সরকার যদি সবুজ সংকেত দেয় সেক্ষেত্রে সফর চূড়ান্ত হবে।

‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের সরকারের কী আদেশ রয়েছে সেদিকে নজর রাখার পাশাপাশি তাদের (শ্রীলঙ্কা) সরকার কীভাবে পরিস্থিতি মোকাবেলা করছে সে সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখছি।’

এর আগে বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর স্থগিত হয়েছে। যেখানে ১টি টেস্ট ম্যাচ ছিল। স্থগিত হয়েছে আয়ারল্যান্ড সফর, ক্রিকেট অস্ট্রেলিয়া স্থগিত করেছে বাংলাদেশ সফর।

 

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।