ঢাকাThursday , 30 April 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

করোনায় কর্মহীন হয়ে পরা  মানুষের পাশে দাঁড়ান ও সামাজিক দুরত্ব মেনে চলার আহবান রাকিবুজ্জামানের

TITUL ISLAM
April 30, 2020 1:29 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ।।

 করোনা দুর্যোগ প্রতিরোধে সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানিয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ রাকিবুজ্জামান আহমেদ। তিনি লালমনিরহাট-২ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী নুুরুজ্জামান আহমেদের ছেলে এবং কালীগঞ্জ উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

২৯ এপ্রিল আহবান বার্তাটিতে রাকিবুজ্জামান বলেন, বাংলাদেশ সহ গোটা পৃথিবী এমন এক সময়ে উপনীত হয়েছে যে বিশ্ব জুড়েই চলছে করোনা ভাইরাস নামের এক মহামারী। এই রোগে এ পর্যন্ত ৩১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে ২ লাখেরও বেশি মানুষ। বাংলাদেশও এর বাহিরে নয়।

এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সেসব নির্দেশনার কথা স্মরন করিয়ে দিয়ে বলতে চাই,আপনারা সবাই সামাজিক দুরত্ব মেনে চলুন,অন্যকে এ ব্যাপারে সচেতন করুন। এটাই এই রোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। কারণ এখনো এর কোনো প্রতিষেধক আবিস্কার করা যায়নি। পাশাপাশি এই সংকটের কারনে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে দাঁড়ান- সহায়তা করুন।

চলছে রমজান মাস। এই মাসে সবাই আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের এই বিপদ থেকে মুক্ত করে দেন। সবাই বেশি বেশি আল্লাহকে ডাকুন। রমজান মাস রহমতের মাস,হেদায়েতের মাস,আল্লাহর কাছে বান্দার প্রত্যাশা পূরণের মাস। নিশ্চয়ই আল্লাহ আমাদের সব নেক চাওয়াগুলো পূরণ করবেন। আসুন নিজেরা ভালো কিছু করার চেস্টা করি,অন্যদের উৎসাহিত করি। নিজেরা সচেতন হই, অন্যদের সচেতন করি। নিজেদের পরিবারের বন্ধন আরও সুদৃঢ় করি। ইনশাআল্লাহ্‌ আধাঁর কেটে আসবে সুন্দর এক পৃথিবী।

একই বার্তায় ২৮ এপ্রিল তাঁর জন্মদিনে শুভেচ্ছা দাতাদের প্রতি কৃতজ্ঞতাও জানান রাকিবুজ্জামান আহমেদ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।