রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার
শিয়ালখোওয়া হাটে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানে জব্দ করা হয় কারেন্ট জাল, জাটকা মাছ।
(১৮ সেপ্টেম্বর ) মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসময় হাট থেকে কারেন্ট জাল জব্দ করে নষ্ট করা হয়েছে। নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির জন্য একজন মাছ ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা এবং অন্য একজনকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা ভংগের কারনে ১৪ ধারানুযায়ী ৫০০০ টাকা জরিমানাদণ্ড প্রদান করা হয়েছে।
জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবং এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোরসালিন
জরিমানা আদায় শেষে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত কারেন্টজাল এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।