রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট :
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উত্তর মুসরত মদাতীতে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে আমিনুর রাহমান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার, (২৯ অগাস্ট) বিকালে উপজেলার
উত্তর মুসরত মদাতীতে এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু সাইদ।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু সাইদ জানান, নিষেধ করার পরও বালু ব্যবসায়ীরা কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত মদাতীতে
সতী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুর রহমান নামে এক বালু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।