ঢাকাSunday , 7 July 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দলগ্রামে হতদরিদ্রের সুবিধা ভোগ করছেন ইউপি সদস্য ধনপতি বর্মা

TITUL ISLAM
July 7, 2019 3:08 pm
Link Copied!

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানে দেশের অসহায় ও হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাল প্রদানের মাধ্যমে খাদ্য বাস্তবায়ন কর্মসূচীর সুবিধা নিচ্ছে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ধনপতি বর্মা।

শুধু তাই নয় তার ছেলের বউ মুন্নি রানি নামে১১,৭৮,৮৩,৪৭২ নং সিরিয়ালে রয়েছে মাতৃ ভাতা,মাটি কাটা,ভিজিডি কার্ড,ভিজিএফ কার্ড ৪৩৬ নং সিরিয়ালে তার স্ত্রী রঞ্জুরানীর নামে রেশন কার্ড,৪৭২ নং সিরিয়ালে তার নিজের নামে রেশন কার্ড,

প্রতিবন্ধী ভাতার ১ নং সিরিয়ালে তার ছেলে শুভ রায়ের নামে প্রতিবন্ধী কার্ড,১৭-১৮ অর্থবছরে তার ছেলে রনবীরের নামে ১টি সোলার এবং রঞ্জুরানীর নামে ১টি সোলার নেন।

জনপ্রতিনিধি সমাজ সেবক ওই ব্যক্তিটি ইউনিয়ন পরিষদের হতদরিদ্র ব্যক্তিদের নামে বরাদ্দকৃত ১০টাকা কেজি চাউলসহ অন্যান্য কার্ড তার নিজের নামসহ স্ত্রী, ছেলে,ছেলের বউয়ের নামে বরাদ্দের মাধ্যমে ৯টি সুবিধা ভোগ করে আসছেন।

ক্ষমতায় আসলে জনগণকে ১০টাকা কেজি দরে চাউল দিবে এমন প্রতিশ্রুতিতে আওয়ামীলীগ সরকার গঠনের পর গত ২০১৬-১৭ অর্থ বছর থেকে কেজি প্রতি ২৩ টাকা ভর্তুকি দিয়ে দরিদ্র

জনগোষ্ঠিকে ওই সুবিধার আওতায় আনেন খাদ্য মন্ত্রনালয়। কিন্তু ইউপি সদস্য ধনপতি বর্মার স্বেচ্ছাচারিতায় সরকারের সেই উদ্যোগ থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত হতদরিদ্ররা।

এ ঘটনায় এলাকায় আলোচনার-সমালোচনার ঝড় উঠেছে।

দলগ্রাম ইউপি চেয়ারম্যান খ.ম শফিকুল ইসলাম জানান, আমি এ বিষয় কিছুই জানি না।

এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য ধনপতি বর্মার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার মত মেম্বার এতগুলি সুবিধা ভোগ করলে সমস্যা কি বলে ফোন কেটে দেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।