সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি : হাটের ইজারা দরপত্র ক্রয়ের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক ব্যক্তি । তিনি লালমনির হাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের দফাদার।
অভিযোগ জানা যায় ,পঞ্চগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী দেউতির হাট বাজারের ইজারা দরপত্র ক্রয় করেন। কিন্তু হাটের ইজারা প্রাপ্ত হন ওই ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজার রহমানের পুত্র সাহেব আলী। হাটের ইজারা প্রাপ্তির পর গত রাতে সন্ধ্যায় আজিজার মেম্বারের নেতৃত্বে তার দুই পুত্র সাহেব আলী ,সাজাহান ও জামাতা সাইদুল দলবল সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই বাজারে অবস্থিত গোলাম রব্বানীর রাইস মিলে গিয়ে রব্বানীর উপর হামলা করে। এসময় ছোট ভাই রব্বানীকে রক্ষা করতে এগিয়ে আসলে তারা রব্বানীর বড় ভাই পঞ্চগ্রাম ইউনিনের দফাদার ইয়াছিন আলীর উপর হামলা করে। এতে তাদের অস্ত্রাঘাতে ইয়াছিনের মাথা ফেটে যায় এবং রক্তাক্ত জখম হয়। বর্তমানে তিনি রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এবিষয়ে আজিজার রহমান জানান,তারা আমার আতœীয় ভূল বোঝাবুঝির কারনে উভয় পক্ষে সামান্য মারামারী হয়েছে। লালমনির হাট সদর থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি,আপোস না হলে মামলা করা হবে।