ঢাকাWednesday , 6 February 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

সোনার স্বীকৃতি হাতে পেলেন কণ্ঠশিল্পী ও প্রযোজক ধ্রুব গুহ

TITUL ISLAM
February 6, 2019 7:39 pm
Link Copied!

স্বীকৃতির বিষয়টি জানা হয়ে গিয়েছিলো আগেই। বাকি ছিল হাতে প্রাপ্তির আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল গতকাল, ৫ ফেব্রুয়ারি।
ইউটিউব কর্তৃপক্ষের পাঠানো সোনার স্বীকৃতি হাতে পেলেন কণ্ঠশিল্পী ও প্রযোজক ধ্রুব গুহ। যিনি দেশের অন্যতম সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ডিএমএস (ধ্রুব মিউজিক স্টেশন)-এর প্রধান ব্যক্তি।

ডিএমএস-এর ইউটিউব চ্যানেল ১০ লাখ সাবসক্রাইবার অতিক্রম করায় ‌‘গোল্ড প্লে-বাটন’ নামের এই বিশেষ সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।
ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে বর্তমান সাবসক্রাইবার সাড়ে ১১ লাখের বেশি।

সোনার স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে ধ্রুব গুহ বললেন, ‘আগামী ২৫ ফেব্রুয়ারি ডিএমএস প্রতিষ্ঠার ২ বছর পূর্ণ হবে। এই অল্প সময়ে এমন স্বীকৃতি পাওয়া খুবই আনন্দের বিষয়। শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালকসহ সম্পৃক্ত কলাকুশলীর পাশাপাশি দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ, এই প্রাপ্তি আমার একার নয়, সবার।’

উল্লেখ্য, সম্প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গ প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক কটেজ, ধ্রুব টিভি এবং ছবিমেলা নামের তিনটি আলাদা চ্যানেলের জন্য ইউটিউব কর্তৃপক্ষ সিলভার প্লে-বাটন স্বীকৃতি দিয়েছে প্রযোজক ধ্রুব গুহকে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।