ঢাকাTuesday , 17 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘মুজিব একটি জাতির রূপকার’ দেখতে দর্শকদের ভিড়

TITUL ISLAM
October 17, 2023 11:00 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

লালমনিরহাট পৌর শহরের আলোরূপা সিনেমা হলে চলছে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি। দিন যত যাচ্ছে ততই সাধারণ দর্শকদের ভিড় বাড়ছে সিনেমা হলটিতে।

পাশাপশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসছেন সিনেমাটি দেখতে। আর হল থেকে বেড়িয়ে তারা সন্তুষ্টিও প্রকাশ করছেন।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ গত ১৩ অক্টোবর দেশের ১৫২টি প্রেক্ষাগৃহের সঙ্গে লালমনিরহাটের আলোরূপা সিনেমা হলেও মুক্তি পেয়েছে।

জানা গেছে, কয়েক বছর বন্ধ থাকার পর প্রায় দুই মাস আগে নতুন করে চালু হয় আলোরূপা সিনেমা হল। পুনরায় চালুর পর তেমন একটা সাড়া না পেলেও বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বায়োপিকটির প্রর্দশনী চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে প্রাণ ফিরছে জেলার পুরনো এই সিনেমা হলটিতে।

রেলওয়ের সাবেক কর্মচারী ও সংস্কৃতিকর্মী তাজুল চৌধুরী বলেন, ‘সিনেমাটি দেখে অনেক ভালো লাগলো। নির্মাণও অনেক সুন্দর। বঙ্গবন্ধুর আদর্শ এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে।’

রবি ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘এই সিনেমাটি দেখে বঙ্গবন্ধুর জীবন, আদর্শসহ তাকে নিয়ে অনেক কিছুই জানা হলো। প্রত্যেক বাঙালির এই সিনেমা একবার হলেও দেখা দরকার।’

আরোরূপা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত ইসলাম বলেন, ‘মুক্তির দিন থেকেই আমরা বেশ সাড়া পাচ্ছি। প্রতিদিনই সিনেমাটি দেখতে নানা শ্রেণির দর্শকের ভিড় বাড়ছে প্রতিটি শোতে’।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।