ঢাকাMonday , 29 July 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘যে পাখি ঘর বোঝেনা’ ইউটিউবে তিন কোটি ভিউ অতিক্রম

TITUL ISLAM
July 29, 2019 6:02 pm
Link Copied!

কণ্ঠশিল্পী ধ্রুব গুহ শ্রোতাদের উপহার দিয়ে যাচ্ছেন এককে পর এক গান। সম্প্রতি ‘যে পাখি ঘর বোঝেনা’ শিরোনামের গানটি ইউটিউবে তিন কোটি ভিউ অতিক্রম করেছে।

জানা গেছে, গানটি ২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এটি ইউটিউবে প্রকাশিত ধ্রুবর দ্বিতীয় গান। এর আগে একই বছরের ২ জানুয়ারি ‘শুধু তোমার জন্য’ শিরোনামের গান প্রকাশ পায় এই শিল্পীর।

গানটি প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘শ্রোতারা আমাকে, আমার গানকে ভালোবেসে তাদের হৃদয়ে স্থান দিয়েছেন এটাই আমার সঙ্গীতের বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শ্রোতা-দর্শকদের কাছে। ধন্যবাদ জানাচ্ছি তাদের।

পাশাপাশি গানটির গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, বংশীবাদক এবং ভিডিও পরিচালক থেকে শুরু করে মডেলসহ গানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। একটি গান যখন শ্রোতা-দর্শক পছন্দ করেন তখন অন্য রকম একটি  ভালোলাগা কাজ করে। আরও ভালো গান করার জন্য এই উৎসাহ, খুব কাজে লাগে।’

‘যে পাখি ঘর বোঝেনা’ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী, সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন তারেক এবং তারিন

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।