ঢাকাThursday , 29 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান সহ চার এমপির নামে রংপুরে আরও একটি হত্যা মামলা দায়ের

TITUL ISLAM
August 29, 2024 4:27 pm
Link Copied!

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রীসহ ১২৮ জনের নামে হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ছাড়াও তার ছেলে কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন ও রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ ১২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০০ থেকে ৬০০ জন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন নিহত মুন্নার বাবা আবদুল মজিদ।

মামলার আবেদনে বলা হয়, আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ৩ আগস্ট প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন যে, সারাদেশে রাজপথে থাকবে আওয়ামী লীগ। আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণা মোতাবেক ১ থেকে ৫ নম্বর আসামির নেতৃত্বে লালমনিরহাট থেকে ১০/১৫টি বাসে অন্যান্য আসামিরাসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ আসামি ৬ নম্বর আসামির আহ্বানে রংপুর শহরে
বৈষম্যবিরোধী আন্দোলন প্রতিহত কর্মসূচিতে যোগ দেয়। ৬ নম্বর আসামির ডাকা উক্ত কর্মসূচিতে রংপুরের অন্যান্য আসামিরাও যোগ দেয়। ঘটনার দিন ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে মাহামুদুল হাসান মুন্না তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার বাড়ি থেকে আসার সময় পথিমধ্যে রংপুর শহরের মিনি সুপার মার্কেটের পাশে ভাঙ্গা মসজিদের সামনে পৌঁছালে ১-৬ নম্বর আসামির নেতৃত্বে ৭ থেকে ১২৮ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা ৫০০/৬০০ আসামি ছাত্র-জনতার মিছিলে হামলা করে।

হামলার মুখে ছাত্র-জনতার মিছিল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তখন ওই স্থান পার হওয়ার সময় ১ থেকে ৬ নম্বর আসামির নেতৃত্বে ৭ থেকে ১২৮ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা ৫০০/৬০০ জন মাহামুদুল হাসান মুন্নাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলকারী মনে করে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর অবস্থা তিনি রাস্তায় পড়ে থাকেন। পরে অজ্ঞাতনামা দোকানদাররা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।তিনি বলেন, বিচারক জাহাঙ্গীর হোসেন মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য গত (২৫ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি দায়ের হয়।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্যসহ চার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৭ জনের নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই মামলায় অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কোটা বিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেওয়া নিহত মিরাজুল ইসলামের বাবা আব্দুস সালাম ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন।

সূত্র-জাগো নিউজ

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।