ঢাকাFriday , 1 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সীমান্তে ইয়াবাসহ সাড়ে ১২ লাখ টাকার মাদক জব্দ

TITUL ISLAM
May 1, 2020 7:59 am
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি,

কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম সীমান্ত এলকায় অভিযান চালিয়ে তিনহাজার ৫১৫ পিস ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এবং বিভিন্ন ব্র্যান্ডেরসহ ১২ লাখ ৫১ হাজার ৭০০ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে কুমিল্লা-১০ বিজিবি। এ সময় পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। দুজনকে সাত এবং ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অতিরিক্ত পরিচালক অধিনায়ক আব্দুল্লাহ আল ফারুকী এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমানগন্ডা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত মেইন পিলার ২১০৬ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘আমানগন্ডা ক্লাব’ নামক স্থান থেকে তিন কেজি গাঁজা, বাংলাদেশি নগদ ছয় হাজার ৫০০ টাকা এবং একটি মোটরসাইকেলসহ রুবেল হোসেন (২২) নামে একজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়। রুবেল চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্য দিকে শাহপুর পোস্টের টহলদলের অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার সীমান্ত পিলার ২০৮৪/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘শাহপুর’ নামক জায়গা থেকে এক বোতল ফেনসিডিলসহ একজন মাদক সেবনকারীকে আটক করা হয়। আটক মো. ইব্রাহীম (২০) জেলার বরুড়া উপজেলার বাসিন্দা। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

যশপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত পিলার ২০৮৯/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ধনপুর’ এলাকা থেকে এক বোতল ফেনসিডিলসহ এক মাদক সেবনকারীকে আটক করা হয়। আটক আক্তার হোসেন (২০) সদর দক্ষিণ সোনাইছড়ি গ্রামের বাসিন্দা। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং ৫০০ টাকা অর্থ জরিমানা করা হয়েছে।

এছাড়াও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯৬ বোতল ফেনসিডিল, পাঁচ বোতল মদ, এক কেজি গাঁজা এবং ৩৫১৫ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক দাম প্রায় ১২ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। জব্দ মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।