রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট :
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন এর বোতলা গ্রামে অবৈধভাবে
ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে বিশ্বেশ্বর বর্মণ কে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার, (০২ ফেব্রুয়ারি) সন্ধায় মোবাইল কোর্ট পরিচালনাকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন এর বোতলা গ্রামে
এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান জানান, নিষেধ করার পরও বালু ব্যবসায়ীরা কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন এর বোতলা গ্রামের নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
বিশ্বেশ্বর বর্মণ নামে এক বালু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানান।