সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন
রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল সাড়ে ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনকারী মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু উত্তোলনকারী শিয়ালখোওয়া গ্রামের মৃত মজিবরের ছেলে হজরত আলী।
এলাকাবাসী জানায়, ড্রেজার মালিক হজরত আলী সহ একটি চক্র শিয়ালখোওয়া নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply