মুশফিকুর রহিম তখন কিপিংয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ অল্পবয়স্ক একটা ছেলে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ঢুকে পড়ল মাঠে। এরপর দৌড়ে এসে জড়িয়ে ধরল মুশফিককে। খুদে ভক্তের এমন ভালোবাসা হৃদয় ছুঁয়ে গেছে তার।
ঘটনাটি ঘটেছে আজ (শনিবার) বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্টের প্রথম দিনে। জিম্বাবুয়ের ইনিংসের ৪৮তম ওভারে ১০-১২ বছরের একটা ছেলে ঢুকে পড়ে মাঠে। মুশফিককে পেছনের দিক থেকে জড়িয়ে ধরে সে। খুদে এই ভক্তের কাণ্ড দেখে মুশফিক নিজেও অবাক হয়ে যান।
তবে পরমুহূর্তেই খুদে ভক্তের সঙ্গে কোলাকুলি করে তার খুশি আরও বাড়িয়ে তোলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। নিরাপত্তারক্ষীরা ছুটে এসেছিলেন। মুশফিক তাদেরকে অনুরোধ জানান, যেন তার খুদে ভক্তের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে।
প্রথমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট আয়োজন উপলক্ষে গ্যালারিতে দর্শক উপস্থিতি চোখে পড়ার মত। অভিষেক দিনে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনাটায় নতুন কিছুর স্বাদ পেলেন ক্রিকেট পাগল বাঙালী দর্শকরা।