ঢাকাSaturday , 16 February 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কুশল পেরেরার ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার বিশ্ব রেকর্ড

TITUL ISLAM
February 16, 2019 9:11 pm
Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে দশম উইকেটে ফার্নান্দোর সঙ্গে বিশ্ব রেকর্ড গড়া জুটিতে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন বিস্ফোরক এই বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরার। এদিকে দলীয় ২২৬ রানে নবম উইকেটে পতনের পর মনে মনে অনেকটা জয় নিশ্চিত করে ফেলে দক্ষিণ আফ্রিকা।

কিন্তু খেলায় শেষ বলে কিছুই নেই সেটা আরেকবার প্রমাণ করে দেখালেন কুশল পেরেরা। নয় উইকেট পড়ার পর ডারবান টেস্ট জিততে তখন ৭৮ রান দূরে ছিল শ্রীলঙ্কা। হাতে ১ উইকেট আর সময় চতুর্থ দিনের এক সেশন ও পুরো পঞ্চম দিন।

দশম উইকেটে এই ম্যাচ জয় শ্রীলঙ্কার জন্য প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই কঠিন কাজকেই সম্ভব করে দিয়েছেন কুশল পেরেরা ও ফানার্নন্দো। ম্যাচের চতুর্থ ইনিংসের শেষ জুটিতে পেরেরার সংগ্রহ ৬৭ আর ফার্নান্দোর মাত্র ৬। ২৭ বল উইকেটে থেকেই পেরেরার কাজ সহজ করে দেন ফানার্নন্দো।

তাছাড়া এই টেস্টের চতুর্থ ইনিংসের দশম উইকেটে ৭৮ রান টেস্ট ক্রিকেটে বর্তমান সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ৫৭ রান ১৯৯৪ সালে ইনজামামুল হক ও মুশতাক আহমদ এই রান সংগ্রহ করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচিতে।

সুত্র বিডি দ্যা ২৪ রিপোট।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।