ঢাকাTuesday , 12 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাশন দুনিয়া নিয়ে জয়া ও তিশার ‘স্বপ্নবাজি’

TITUL ISLAM
March 12, 2019 8:05 am
Link Copied!

নতুন সিনেমা নিয়ে আসছেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পরিচালক রায়হান রাফি। নাম ‘স্বপ্নবাজি’। বাংলাদেশের ফ্যাশন জগতের নানা ঘটনা নিয়ে নির্মিত হবে এই ছবি।

সিনেমাটির মূল ভাবনা দেশের নামকরা ফ্যাশন ডিজাইনার পিয়াল হাসানের। এটি প্রযোজনা করবে পিএইচ এন্টারটেনমেন্ট। সিনেমাটির চিত্রনাট্য লেখার দায়িত্বে আছেন শাহজাহান সৌরভ।

পরিচালক রায়হান রাফি জানান, নতুন এই সিনেমায় ঢালিউডের অন্যতম দুই সুপারহিট নায়িকা জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার একসঙ্গে অভিনয় করার কথা রয়েছে। রাফির কথায়, ‘জয়া ও তিশার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। আমি চাই তারা এই সিনেমায় কাজ করুক।’

এ ব্যাপারে জয়ার বক্তব্য, ‘আমার সঙ্গে সরাসরি কারও কোনো কথা হয়নি। তাই কিছু বলতে পারছি না। পরিচালক যদি ভেবে থাকেন, তাহলে কথা বলার পর সিদ্ধান্ত নিতে পারব, কী হচ্ছে বা না হচ্ছে।’

তিশা বলেন, ‘পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ছবির ব্যাপারে আলাপও হয়েছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। একদিন আমাদের গল্প নিয়ে বসার কথা। যদি আমার চরিত্রটি ঠিকমতো বুঝতে পারি, তাহলে হয়তো কাজটি করা হবে।’

দুই নায়িকা কি প্রথমবারের মতো একসঙ্গে রুপালি পর্দায় আসার ব্যাপারে মত দেবেন? সেই আশায় রয়েছেন পরিচালক রায়হান রাফি। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে ‘স্বপ্নবাজি’র শুটিং শুরু হবে।

দুই নায়িকার মধ্যে জয়া বর্তমানে ব্যস্ত তার ‘বিউটি সার্কাস’ ছবি নিয়ে। পহেলা বৈশাখে এটি মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে তিশা শেষ অভিনয় করেন তেীকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে। এখানে তার নায়ক সিয়াম আহমেদ। ছবিটি মুক্তি পায় গত ১৫ ফেব্রুয়ারি। সুত্র ঢাকাটামস

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।