ঢাকাThursday , 28 February 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় একাধিক মাদক মামলার আসামী বকুল মিয়া আটক

TITUL ISLAM
February 28, 2019 8:14 am
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একাধিক মাদক মামলার আসামী বকুল মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবগত রাতে জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।  ভোটমারী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বকুল মিয়াকে আটক করা হয়েছে।  কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মকবুল হোসেন এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতার গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী বকুল মিয়া আদিতমারী উপজেলার তালুক পলাশী এলাকার মৃত ফয়েজ উদ্দিন মাষ্টারের ছেলে।

পুুলিশের উপ-পরির্দশক(এসআই) বাদল কুমার মণ্ডল জানায়, গোপন খবরের ভিত্তিতে উপজেলার ভোটমারী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বকুল মিয়াকে আটক করা হয়।  পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের বড় চালান উদ্ধারে তাকে সঙ্গে নিয়ে  শ্রীখাতা এলাকার ভুট্টুর ইট ভাটায় অভিযান চালায় পুলিশ।  এ সময় বকুলের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে বকুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে বকুলের দুই পায়ে লাগে।  পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এ সময় ঘটনাস্থল থেকে দুইটি হাসুয়া ও লাঠি উদ্ধার করে পুলিশ।  মাদক ব্যবসায়ীদের

হামলায় আহত হন উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর আলম।  তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী বকুল মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।