স্টাফ রিপোর্টার: হাতিবান্ধা লালমনিরহাট।
হাতীবান্ধা থানা পুলিশ ৬ষ্ট শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি জাহেদুল ইসলাম (১৬) কে গত ১৪ফেব্রুয়ারি সিন্দূর্না বাজার থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত জাহেদুল ইসলাম দোয়ানী পিত্তিফাটা এলাকার মো: হোসেন ফকিরের ছেলে। তাকে ১৫ফেব্রুয়ারি জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপর আসামি আয়নাল পলাতক রয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাড়ির পার্শ্ববর্তী এক মুদির দোকান থেকে খরচাপাতি নিয়েমেয়েটি বাড়ি ফিরছিল । পতিমধ্যে প্রতিবেশী হোসেন ফকিরের ছেলে জাহেদুল (১৬) ও তার খালাতো ভাই আয়নাল (২৮) মেয়েটির মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই মেয়েটিকে প্রথমে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির মামা বাদী হয়ে হাতীবান্ধা থানায় জাহেদুল ইসলাম ও তার খালাতো ভাই আয়নাল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে।