মডেল এবং অভিনেত্রী মৌসুমী হামিদ। তার জনপ্রিয়তা বাড়তে থাকে ২০১০-এ লাক্স-চ্যানেল আই সুপারস্টার এ রানার্স আপ হওয়ার পর থেকে। তারপর মৌসুমী হামিদ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অরন্য মামুনের ব্লাকমেইল, সাফি উদ্দিনের ফুল লেনথ লাভ স্টোরি:পার্ট টু এবং শামিম আহম্মেদ রনির মেন্টাল।
গুণী এই অভিনেত্রী এবার বিয়ের ঘোষণা দিলেন। মনের মতো পাত্র পেলে এ বছরই শুভ কাজটি সেরে ফেলতে চান তিনি। মৌসুমীর এই ঘোষণায় পরিবারও দারুণ খুশি। মেয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করেছেন।
মৌসুমী বলেন, ‘জন্ম, মৃত্যু ও বিয়েতে আমাদের হাত নেই। সৃষ্টিকর্তা যখন চাইবেন তখনই হবে। তবে আমাদের চেষ্টা করতে তো ক্ষতি নেই!’
জীবনসঙ্গী হিসেবে কেমন পাত্র পছন্দ?
তিনি জানান, ঢাকা ও খুলনার পাত্রদের প্রাধান্য দেবেন। তবে অন্য জেলার হলেও ক্ষতি নেই।
পাত্রকে অবশ্যই তার প্রতি বিশ্বস্ত হতে হবে। তার পেশাকে সম্মান করতে হবে।
পাত্রের পেশা নিয়ে কোনো মাথাব্যথা নেই মৌসুমীর। তিনি বলেন, ‘যেকোনো পেশার মানুষকেই আমি শ্রদ্ধা করি। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন কথা নেই। ক্রিকেটার, ফুটবলার, গায়ক কিংবা ব্যবসায়ী হলেও রাজি। তবে অবশ্যই তাকে ভালো মানুষ হতে হবে।’