ঢাকাMonday , 21 January 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট’ লালমনিরহাটে মির্জা ফখরুল

TITUL ISLAM
January 21, 2019 11:03 am
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ও এই সিইসি’র অধিনের আর কোনো নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, কলঙ্কিত এ নির্বাচনের ফলাফল দেশের জনগণের কাছে মুখ্য বিষয় নয়।  মুখ্য বিষয় হচ্ছে-জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে।  জনগণের ভোট ডাকাতি করা হয়েছে।  দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের সুযোগ পেয়েছিল।  কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে।  সুতরাং এ ফলাফলের সরকার সঠিক নয়।  এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। 

আমরা আগেই বলেছি, এ ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।  গত নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি তথা ঐক্যফ্রন্টের অনেক নেতাকর্মীকে নির্মমভাবে খুন করেছে।  নিহতদের প্রতি ঐক্যফ্রন্ট সমবেদনা জানায়।  আমরা তথা সারা দেশবাসী নিহতদের পরিবারের পাশে থাকবো, যোগ করেন ফখরুল। 

প্রথমে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা রাজপুরের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত ওয়ার্ড বিএনপির নেতা তোজাম্মেল হকের কবর জিয়ারত করেন।  এরপর নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।  এরপর নিহত বিএনপি নেতার বাড়ির পাশে প্রতিবাদ সমাবেশ করেন তারা। 

এ সময় কাদের সিদ্দিকী, আব্দুর রব, জাফর উল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।