সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর ভিডিও
রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট থেকেঃ
আমিজনগনের কথা শুনতেই মোবাইল ফোন সাথে রাখেন, জনগনের মানুষ। আমি ইউপি চেয়ারম্যান থেকে জনগনের ভোটে এমপি নির্বাচিত হয়েছি। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার খুশি হয়ে লালমনিরহাট জেলাবাসীকে পুর্ন মন্ত্রীত্ব উপহার দিয়েছেন”- নুরুজ্জামান আহমেদ।
তাই আমি জনগনের কথা শুনতে মোবাইল ফোন সব সময় হাতে রাখি। এবং “যেকোন সময় যেকোন প্রয়োজনে আমার দেখা করতে পারে।
সোমবার দুপুরে তার নিজ বাড়িতে লালমনিরহাট অনলাইন নিউজের একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন’ বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থেকে দেশের কোনো উন্নয়ন করেনি। লালমনিরহাট একটি অবহেলিত ও পশ্চাৎপদ জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দৃশ্যমান সব উন্নয়ন করেছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটের পক্ষে মানুষ গণ রায় দিয়েছে। এজন্য জেলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ জানাই।