ঢাকাWednesday , 16 January 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইতালী জুড়ে শুরু হয়েছে প্রতিভার সন্ধানে “দি রাইজিং স্টার”

TITUL ISLAM
January 16, 2019 8:43 am
Link Copied!

পলি আক্তার ইতালি প্রতিনিধি : ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে প্রতিভার সন্ধানে শুরু হয়েছে মিউজিক্যাল ট্যালেন্ট শো”দি রাইজিং স্টার” । ইতালির উত্তরাঞ্চলের শহর বলোনিয়াতে গত রবিবার স্থানীয় একটি হলে সফল ও জাকজমকপূর্ণ ভাবে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
দি রাইজিং স্টারের প্রথম বাছাই পর্বে ১০জন ইয়েস কার্ড পেয়েছে। ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগিরা হলেন চৈতী ঘোষ (বলোনিয়া), এনামুল হক (ভিসেন্সা), জাকির হোসেন (মিলানো), মহসিন হাবিব (বলোনিয়া), পূর্ণা ধর (বলোনিয়া), রাকিবুল তালুকদার (মিলানো), শহিদুর রহমান ইমরান (ভিসেন্সা), সালেহ আকরাম (বলোনিয়া), আহসান হাবিব মোড়ল (বলোনিয়া) এবং কপোল কামরুজ্জামান (বলোনিয়া)। বাছাই পর্বে ইয়েস কার্ডপ্রাপ্তরা পরবর্তিতে সিলেকশন রাইন্ডে অংশগ্রহন করবে।
ইতালির উত্তরাঞ্চলের বাছাই পর্বে ‘দি রাইজিং স্টার’র আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা মনিরুজ্জামান মনির, মাহমুদুল হাসান সবুজ, হাসান মাহমুদ, সুস্মিতা সুলতানা, আয়োজক কমিটির সদস্য শুভ ইমরান এবং বলোনিয়া থেকে সহযোগী আরাবী মাইন মানসিব।
অনুষ্ঠানটির আয়োজকেরা বলেন ইতালিতে বসবাসরত বাঙালী কমিউনিটির মধ্যে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের জন্যে একটি প্লাটফর্ম তৈরী করে দেয়া এবং দেশীয় সংস্কৃতিকে ইতালি সহ সারা বিশ্বে উপস্থাপন করাই এই ট্যালেন্ট শো‘র মূল উদ্দেশ্য।
তারা আরো বলেন যে অনুষ্ঠানটি ইতিমধ্যে ইতালির বাঙালি কমিউনিটির মধ্যে ব্যাপক সারা ফেলেছে এবং ইতালির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক সংগীত প্রেমীরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।
আয়োজনের সহযোগী মিডিয়ায় রয়েছে বাংলা টিভি, এটিএন বাংলা, এনটিভি, যমুনা টিভি, এস.এ টিভি, দৈনিক ঢাকাটাইমস,সাপ্তাহিক এই সময়,কালেরকণ্ঠ, সময় নিউজ। এছাড়াও প্রবাসে সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, বাংলা প্রেসক্লাব ইতালি ,সঞ্চারী সঙ্গীতায়ন ও ঢাকা প্রিন্টার্স ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।