ঢাকাSunday , 1 June 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন অবহিতকরণ সেমিনার 

TITUL ISLAM
June 1, 2025 5:26 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

লালমনিরহাটের কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা শাখার সমাজসেবা অফিসার মতিউর রহমান শেখ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, সমাজসেবা কার্যালয় উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সামিউল ইসলাম।
এ সময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন কুদরত ই মেহেরবান মিঠু, হুমায়ুন কবির বাবু, সহ ৮ ইউনিয়নের চেয়ারম্যানগণ।

এ ছাড়া রঞ্জিত কুমার শীল, ফুল কুমার দাস, শংকর রবিদাস, দিনেশ পাল, নর সুন্দর, কামার, কুমার, জেলে বাঁশ বেত তাঁত শিল্প সম্প্রদায়ের ব্যক্তিরা সেমিনারে অংশগ্রহণ করেন দৈনন্দিন জীবনযাত্রার কথা তুলে ধরেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক মতিউর রহমান শেখ বলেন,,“আমরা এই প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন, আয়বর্ধন ও সামাজিক অন্তর্ভুক্তিতে অন্তর্ভুক্ত করতে কাজ করছি।”এতে প্রকল্পের লক্ষ্য, কর্মপদ্ধতি ও সম্ভাব্য সুফল বিস্তারিতভাবে উপস্থাপন করেন তিনি।

সেমিনারে বক্তারা প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নানান উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া পেশাজীবীদের মান আরও আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।