রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পল্লী সমাজসেবা কার্যক্রম এবং পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের উপকারভোগী তরুণ তরুণীদের নিয়ে উদ্যোক্তা তৈরি বিষয়ক এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা।
সভায় আরও অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলার ছাত্র সমন্বয়ক আইমান সাদিক রুপক ও আলমগীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা তারুণ্যের উদ্যম, সমাজ গঠনে তরুণদের ভূমিকা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সচেতন হতে উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।