লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের দেড় কিলোমিটার জায়গায় বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। এতে গ্রামবাসীর মাঝে আবারো আতঙ্ক দেখা যায়। এদিকে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ দেড় কিলোমিটার জায়গায় শূন্যরেখা কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেন।
সন্ধ্যার পর থেকে উচ্চ মন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে। এতে সীমান্ত বাসী আতঙ্কিত রয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারী) সকালে দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার এলাকার বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৪১ নং পিলার এলাকায় ভারতীয় খালি বোতল ঝুলিয়ে দেন বিএসএফ। এতে মানুষের মাঝে আবার ও আতঙ্ক বিরাজ করছে। ওই বাংলাদেশি বিজিবি টহল রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।