ঢাকাMonday , 9 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সারসহ ট্রাক আটকে দিলো জনতা

TITUL ISLAM
December 9, 2024 2:06 pm
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসির) বরাদ্দকৃত সার কম থাকায় সারভর্তি দুটি ট্রাক আটক করেছে এলাকাবাসী।রবিবার রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ওই ইউনিয়নের স্থানীয়রা জানায়,কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ডিএপি ৩০২ বস্তা টিএসপি ১১১ বস্তা সারের মধ্যে কিছু সার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বিসিআইসি ডিলার আজিজুল ইসলাম কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার এলাকায় নামিয়ে রাখেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে রংপুর ১১-০২০৩,কুষ্টিয়া ১১-১৭৭৩ দুটি ট্রাকে বরাদ্দ অপেক্ষায় সার কম থাকায় আনলোড বন্ধ করে দেন বিক্ষুব্ধ জনতা।

এ ব্যাপারে স্থানীয় কৃষক শাহ আলম জানান, বর্তমানে সারের ব্যাপক সংকট চলছে, টাকা দিয়েও কৃষক সারের সন্ধান পাচ্ছে না, অথচ চলবলা ইউনিয়নের বিসিআইসি ডিলার আজিজুল ইসলাম চলবলা ইউনিয়নের সার এই ইউনিয়নের বিক্রি না করে বেশি দামে অন্যত্র বিক্রি করে দেন। এমন অভিযোগ দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় রবিবার রাত দশটার পর দুটি ট্রাকে ডিএপি ৩০২ বস্তা টিএসপি ১১১ বস্তা সার ডিলার আজিজুল ইসলাম চলবলা সকানদিঘী বাজার গোডাউনে নিয়ে আসার কথা।

কিন্তু তিনি অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে কিছু সার কাকিনা বাজারে নামিয়ে ফেলেন। বিষয়টি এলাকাবাসী জেনে ওই ট্রাকগুলো থেকে সার খালাস করা বন্ধ করে দিয়েছে। ডিলারের সাথে যোগাযোগ করা হলেও ডিলার ঘটনাস্থলে আসছেন না। বরাদ্দকৃত সার না আসা পর্যন্ত ট্রাক থেকে সার নামাতে দেবে না স্থানীয়রা। এ বিষয়ে বিসিআইসি ডিলার আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, ট্রাকে সার কম থাকায় স্থানীয়রা ট্রাক আটকে দিয়েছে বিষয়টি আমি শুনেছি। উপজেলা কৃষি কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছে, বিষয়টি তারা দেখছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।