রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে র্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোকেয়া দিবস উপলক্ষে ৫ নারীকে জয়ীতা সংবর্ধনা দেয়া হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে মহিলা বিষয় কর্মকর্তা লায়লা আকতার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।
এতে অন্যানের মধ্যে তুষভান্ডার মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুন, ফায়ার সার্ভিস কর্মকর্তা, সাংবাদিক মোখলেছুর রহমান টুকু প্রমূখ উপস্থিত ছিলেন। সমাজসেবা,শিক্ষাসহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলার ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।