রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মরহুম শাহাবুদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভারতের সীমান্তের কাছাকাছি ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল উদ্দিনসহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন। আহত হেলাল ভারতের দিনহাটা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহ মো: শাকিল আলম বলেন, ‘সীমান্তে গুলি করার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। একইসাথে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।’