লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, নরমাল সাক্ষীতে পার পাচ্ছে মাদক ব্যবসায়ী। পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশের একার পক্ষে মাদক বন্ধ করা সম্ভব নয়। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হবে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ থানা চত্ত্বরে অনুষ্ঠানে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সুপার মোঃ তরিকুল ইসলাম।
তিনি একের পর এক ইতিবাচক কর্মকাণ্ড সৃজনশীলতা, কঠোর পরিশ্রম, মেধা দক্ষতা এবং মানবিক মূল্যবোধ দিয়ে পুলিশ বাহিনীকে সাধারণ জনগণের বন্ধুতে পরিণত করার লক্ষ্যে কাজ করছেন। এমনকি তার নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এ জেলার সাধারণ জনগণ এবং পুলিশ ধীরে ধীরে ভালো বন্ধুতে পরিণত হচ্ছেন। রাখছেন আইনের প্রতি আস্থাও। তিনি এ জেলায় এসপি হিসেবে যোগদানের প্রায় দুই মাসে পাল্টে দিতে শুরু করেছেন তিনি।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ আলমের সিভাপতিত্বে উক্ত ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভোটমারী ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
থানা চত্ত্বরে অনুষ্ঠানে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে
স্থানীয় এক সংবাদকর্মী তার বক্তব্যে বলেন, কাকিনা- রংপুর সড়কে প্রতিনিয়ত ভূয়ানামধারী কিছু ব্যাক্তি ডিবি পুলিশ ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে সাধারণ জনগণকে হয়রানী করছে। এ থেকে প্রতিকার পেতে পুলিশের সুদৃষ্টি কামনা করেন তিনি।
অন্যদিকে,বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে পুলিশ চেকপোস্ট, অনলাইন জুয়া,থানার সামনে অভিযোগ বক্স, মাদক উদ্ধারের নামে হয়রানি, সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপার , গ্রাম পুলিশকে উন্নত করে পুলিশের কাজে লাগাতে, এবং ধান কাটাকে কেন্দ্র নিয়ে নানা বিষয় আলোকপাত করেন, অনুষ্ঠানে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।