ঢাকাSunday , 10 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করে নির্দিষ্ট সময়ের আগেই স্কুল ছুটি!

TITUL ISLAM
November 10, 2024 6:16 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 
ঘড়ির কাটায় বিকেল ৩ টা। তখন স্কুলের শিক্ষকদের থাকার কথা ক্লাসরুমে। কিন্তু বাস্তবে তা ভিন্নতা মিলল।নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দিয়ে চলে গেছেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। বিদ্যালয়ের পতাকা নামাচ্ছেন দপ্তরি।

রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক আলমগীর হোসেন কে সাথে নিয়ে  স্কুলে সরেজমিনে  গিয়ে এমন চিত্র দেখা গেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী উচ্চবিদ্যালয়ে গিয়ে।

শিক্ষার্থীরা জানায়, কয়েকদিন ধরে ৩ টা বাজলেই স্কুল ছুটি দিচ্ছে স্যাররা। আজ প্রধান শিক্ষক আগেই চলে গেছে। স্কুলে টেস্ট পরিক্ষা চলছে তাই আমাদের আগেই ছুটি দিল।

বিদ্যালয়ের দপ্তরি জানায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগেই চলে গেছে আজ। সহকারী শিক্ষকদের নির্দেশে স্কুল ছুটি দিয়েছি নির্ধারিত সময়ের আগে। এখানে আমার করার কিছুই নেই।

সুন্দ্রাহবি উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক হাসিনা বেগমের  মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে স্কুলের সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি ফোন বন্ধ করে দেন, তার সাথে একাধিকবার চেষ্টা করার পরে তার সাথে যোগাযোগ করা গেলে, তিনি বলেন আমি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিলাম সকাল দশটায়

তারপর সেখান থেকে ডাক্তারের কাছে যে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি চলে আসি, তাই হয়তো সরকারি শিক্ষকরা এটা করেছে। কিন্তু তুইভান্ডার বাজারের সবুজ   ডাক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়,হ্যাঁ, তিনি আমার কাছে এসেছিল সকাল দশটায়, তার পাশে তার পায়ে একটু, লেগেছিল গুরুতর আহত নয় প্রাথমিকভাবে তার প্যাডম্যান করে দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুম্পা যায়যায়দিন কে  জানায়, নির্দিষ্ট সময়ের আগেই স্কুল ছুটি দেয়ার কারণে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর কারন দর্শনের চিঠি দেয়া হবে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।