রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মৃদুল হাসান,আলমগীর রাতিউল,তাবিদ আনজুম সুজা। বক্তারা বলেন, আমরা কোন সমন্বয়ক নই আমরা সাধারণ শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও হুমকি ধামকি দেয়া হচ্ছে, সাধারন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তারা। মূলত দেশ প্রেম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।