ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিউজটোয়িন্টিফোর এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, একুশে টিভি’র লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদুর রহমান মুকুল, যমুনা টিভি’র আনিছুর রহমান লাডলা, দেশটিভির লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশা, বৈশাখী টিভির তৌহিদ লিটন প্রমূখ। এসময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের নিন্দা জানান এবং এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।