সরকারি আদেশে রংপুর বিভাগের সকল ইট ভাটা বন্ধ ঘোষণা, প্রস্তাবিত জাতীয় বাজেটে অতিরিক্ত ভ্যাট নির্ধারণ, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধনী ধারা বাতিলের দাবিতে লালমনিরহাট জেলা ইট ভাটা মালিক সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
শনিবার ২২ জুন দুপুরে জেলার কালীগঞ্জে জছির উদ্দিন শিশু নিকেতন সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ইট ভাটা মালিক সমিতির
সাধারণ সম্পাদক, মনোয়ার হোসেন দুলুর
সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ইট ভাটা মালিক সমিতির সহ-সভাপতি এনামুল হক,
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির,
সাবেক সহ-সভাপতি আবু নাসের সাহ মোঃ মাহাবুবুর রহমান, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির, আবু তালেব মিলু,
এসময় রংপুর বিভাগের সকল ভাটা মালিক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সরকারি আদেশে বন্ধ হওয়া রংপুর বিভাগের সকল ইট ভাটা চালু করতে, প্রস্তাবিত জাতীয় বাজেটে অতিরিক্ত ভ্যাট নির্ধারণ বাতিল করতে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধনী ধারা বাতিলের দাবি জানান।
রংপুর বিভাগীয় কমিশনারের প্রতিবেদন অনুযায়ী এই বিভাগে অবৈধ ইটভাটার সংখ্যা ৮১২টি। এরমধ্যে রংপুর বিভাগের তিন জেলায় থাকা ৫০২টি অবৈধ ইটভাটার মধ্যে ৩৩৫টি বন্ধ করা হয়েছে। লালমনিরহাট জেলায় ৫৫টি ইটভাটার মধ্যে ১০টি, বন্ধ করা হয়েছে।