উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হি
সেবে উপস্থিত
ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী
অফিসার
জহির ইমাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোশাররফ হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাইয়েদীন মোফাছ্যালীন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক,
নুর ইসলাম আহমেদ, চেয়ারম্যান তুষভান্ডার
ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব কালীগঞ্জ, তিতাস আলম, সাধারণ সম্পাদক প্রেসক্লাস।হায়দার আলী বাবু, এন টিভি লালমনিরহাট প্রতিনিধিনি, সাবেক সভাপতি আমিরুল ইসলাম হেলাল,খায়বার আলী মন্জু, ভোরের কাগজ লালমনিরহাট প্রতিনিধি, নিয়াজ আহমেদ শিপন ঢাকাপোষ্ট লালমনিরহাট প্রতিনিধি ইউপি সদস্য, নাজমুল হুদা আনছারি ডালু,আজিজুল ইসলাম বারী, আসাদ হোসেন রিফাত,সাব্বির আহমেদ লাবলু। শেখ রনত শিমান্ত,প্রমুখ।