ঢাকাFriday , 12 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আগাম জাতের আলুর বাম্পার ফলন-দাম পেয়ে খুশি আলু চাষিরা

TITUL ISLAM
January 12, 2024 1:46 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ।

লালমনিরহাটের কালীগঞ্জে আগাম জাতের আলু চাষ করে বাম্পার ফলন হয়েছে। ফলনের পাশাপাশি আশাতীত দাম পেয়ে এবার বেশ খুশি আলু চাষিরা।

চলতি মৌসুমে আলু বীজ, রাসায়নিক সার, কীটনাশক, মজুরি, সেচ সবকিছু মিলিয়ে আলু উৎপাদনে খরচ বেড়েছে আলু চাষিদের। এবার ভালো দাম পাওয়ায় কৃষকরা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন।

জানা গেছে, প্রতি বিঘায় আলু উৎপাদনের খরচ বাদ দিয়ে এক বিঘা জমিতে কৃষকের লাভ হচ্ছে গড়ে ২৫-৩০ হাজার টাকা। কালীগঞ্জে চলতি মৌসুমে প্রায় ১০১০ হেক্টর জমিতে আগাম স্থানীয় ৭ জাতের আলু চাষ হয়েছে।

লালমনিরহাট জেলায় দুই ধরনের জমিতে আলু চাষ হয়ে থাকে। আগাম স্থানীয় ৭ জাতের আলু চাষ হয় জেলার বিভিন্ন গ্রামের ভিটেমাটির জমিতে। আর আমন ধান কাটার পর ব্যাপক হারে চাষ হয় এঁটেল ও দোআঁশ মাটির জমিতে। গত অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আগাম জাতের আলু বীজ রোপণ মৌসুম শুরু হয়। ৬০-৬৫ দিনে আগাম জাতের এ আলুর ফলন হয় ৫০-৬০ মণ প্রতি বিঘা জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, যথাসময়ে বিভিন্ন পরামর্শ প্রদান করার ফলে কৃষকরা সকল সমস্যা মোকাবিলা করে আলুর ভালো ফলনে সক্ষম হয়েছেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর চলতি রবি মৌসুমে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১০১০ হেক্টর জমি। এ পর্যন্ত অর্জন হয়েছে ১০৯০ হেক্টর জমি। উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। এখন প্রতি শতাংশ জমিতে আড়াই মণ আলু উৎপাদন হয়েছে। প্রতি কেজি আলুর মূল্য ৫০ থেকে ৬০ প্রতি মণ আলু ২০০০ থেকে ২২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।