ঢাকাThursday , 9 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা 

TITUL ISLAM
May 9, 2024 8:50 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুল। বাবুল এর আগে পর পর তিন মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে রুহুল আমীন বাবুল আনারস প্রতিক নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন ৫৬১৪৩ ভোট। ওয়াজেদুল ইসলাম শাহীন ৯৩৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোফাজ্জল হোসেন লিপু টিউবওয়েল প্রতিক নিয়ে ২৯১৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিকের আব্দুল্লা-আল মামুন পেয়েছেন ২৭২৯৪ ভোট।অপরদিকে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেওয়ানা পারভীন সুমি ফুটবল নিয়ে পেয়েছেন ২৬০২১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের লতিফা আক্তার পেয়েছেন ২০২১২ ভোট।অপর দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। লিয়াকত হোসেন বাচ্চু (কাপ-পিরিচ) নিয়ে পেয়েছেন ৩৪৯০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মশিউর রহমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩৪৮১ ভোট।ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারমধ্যে আলাউদ্দিন মিয়া (মাইক) প্রতীক নিয়ে ভোট ২১১০০ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাপ্পী শোয়েব আহমেদ (উড়োজাহাজ প্রতীক) নিয়ে পেয়েছেন ১৬৮১৫ ভোট। ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তার মধ্যে শারমিন সুলতানা সাথী (কলস) প্রতীক নিয়ে ভোট ৪২৯৭১ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকতুফা রহমান বেলি (ফুটবল প্রতীক) পেয়েছেন ২৩৮৩০ ভোট।উল্লেখ্য, হাতিবান্ধা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২ হাজার ২১৩ জন ও হাতিবান্ধা উপজেলায় মোট ভাটার ১ লাখ ৭৩ হাজার ৮৯৯ জন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।