ঢাকাWednesday , 8 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন – চলছে গণনা

TITUL ISLAM
May 8, 2024 12:53 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

হাতিবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে ৭২টি পাটগ্রাম উপজেলায় ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই,সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটার সংখ্যা বাড়ে। হাতিবান্ধায় দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার ঝুঁকিপুন চারটি ইউনিয়নে ভোটকেন্দ্র চিহ্নিত করে,বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে। হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন, মোট ভোটার ২ লক্ষ ২ হাজার ২শত ১৩টি। তার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১ হাজার ৫ শত ৮৮ এবং মহিলা ১ লক্ষ ৬ শত ২৫ টা। মোট ভোটকেন্দ্র ৭২টি এবং  ৫ শত ৩৯টি ভোট কক্ষকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পাটগ্রামে ৭০ টি ভোট কেন্দ্রে ৪৭৪টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হয়। এ উপজেলায় ভোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৯৮ ভোট। তার মধ্যে পূরুষ ভোটার ৯১ হাজার ৩ শত ৮২,মহিলা ভোটার ৮৯ হাজার ৭১৫ জন।

এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদ জানান, ভোট কেন্দ্রসমূহে মোবাইল টিম কাজ করেছে। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত ছিল। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন, বিজিবির স্ট্রাইকিং ফোর্স অবাধ ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করতে কাজ করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।