ঢাকাTuesday , 15 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ হঠাৎ করে স্বাধীন হয়ে যায়নি – সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ

TITUL ISLAM
August 15, 2023 3:54 pm
Link Copied!

 রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যে মোশতাক, ডালিমের সঙ্গে জিয়াউর রহমানও সমান তালে জড়িত। এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।

তিনি বলেন, ১৫ আগস্টের এক সপ্তাহ আগে গুলশানের একটি বাড়িতে খুনিদের সাথে বৈঠক করেছিলো জিয়াউর রহমান। সেখানে কিলিং প্ল্যান চূড়ান্ত করেছিলো জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের কিলিং প্ল্যানের ফসলই হলো ১৫ আগস্ট। সেদিন স্বপরিবারে হত্যা করা হলো শেখ মুজিবুর রহমানকে।

১৫ই আগস্ট ( মঙ্গলবার)  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন বাংলাদেশ হঠাৎ করে স্বাধীন হয়ে যায়নি উল্লেখ করে , আজ যারা বড় বড় কথা বলে, স্বাধীনতা নিয়ে কথা বলে, যারা স্বাধীনতা দিবস স্বীকার করলেও বঙ্গবন্ধুকে স্বীকার করতে চায় না, তাদের কাছে প্রশ্ন তখন কোথায় ছিলো জিয়াউর রহমান? কোথায় ছিলো তার অবস্থান?

বর্তমান সরকারের উন্নয়ন ঠেকাতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ষড়যন্ত্র করে কেউ এই উন্নয়ন ঠেকাতে পারবে না। এজন্য ঐক্যবদ্ধভাবে সকলকেই সতর্ক থাকতে হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন, মুক্তিযোদ্ধা, পুলিশ বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ২ আসনের এমপি নুরুজ্জামান আহমেদ- সমাজকল্যাণ মন্ত্রী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কমলেন্দু রায় মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশাররফ হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা, মাহমুদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা,। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইমতিয়াজ কবির এবং বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক ও সহযোগী অংঙ্গ সংগঠন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।