ঢাকাSunday , 26 March 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

TITUL ISLAM
March 26, 2023 4:41 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় লালমনিরহাটের কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।কালীগঞ্জে সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ কালিগঞ্জ উপজেলা সকল নেতাকর্মী

শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় তুষভাণ্ডার আরএমপি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে, মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি স্বাধীনতা র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করে মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি,

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম,
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটি এম গোলাম রসুল। উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কমলেন্দু রায় মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দেব দাস রায় বাবুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নুর ইসলাম আহমেদ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা, আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।