ঢাকাThursday , 16 March 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৪৮ জন

TITUL ISLAM
March 16, 2023 4:10 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

“চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ডিসেম্বর-২০২২ এর প্রথম ধাপ শারীরিক যোগ্যতা যাচাই, গত ৬ মার্চ দ্বিতীয় ধাপ যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ এবং শেষ ধাপ ১৫ মার্চ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম  শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা নিশ্চিত করেন।

মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য উক্ত নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে মোট ১৬৮০ জন চাকুরি প্রার্থী অনলাইনে আবেদন করেন।গৃহীত আবেদনের মধ্যে Physical Endurance Test- এ ৪৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয় এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৫২ জন পরীক্ষার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ৪৮ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

সম্মানিত পুলিশ সুপারের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ডিসেম্বর-২০২২ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।