ঢাকাSaturday , 4 March 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কালীগঞ্জে শিয়ালের কামড়ে এক শিশু সহ আহত ২

TITUL ISLAM
March 4, 2023 12:26 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে এক শিশু সহ আহত আরো ২ জন।

শনিবার (৪ মার্চ) সকালের দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন, উপজেলার কাজিরহাট বাজারের মোঃ শরবত আলীর মেয়ে ছনিয়া খাতুন (৬)। একই এলাকার সোহেল রানার মেয়ে সুমনা খাতুন (৩) ও ছফিয়ার রহমান(৬০)। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

আহত ছনিয়া খাতুনের বাবা জানান,শনিবার (৪ মার্চ) সকালে, বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল ছনিয়া। হঠাৎ করেই বাড়ির পিছন দিয়ে এক হিংসাত্বক শেকড় (শেয়াল) এসে অতর্কিত ভাবে হামলা করে আমার মেয়ের উপর।

শেয়ালের আক্রমণে আমার মেয়ে ছনিয়া খাতুন (৬) এর মাথায় বিশাক্ত দাঁতের কাঁমড়ে বেশ কিছু অংশ ক্ষত হয়। পরবর্তীতে আমাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে।

তার কিছুক্ষন পরেই শুনতে পারি কাজিরহাট এলাকার সোহেল রানার মেয়ে সুমনা খাতুন ৩) একই ভাবে নিজ বাড়ির আঙ্গিনায় খেলারত অবস্থায় হিংসাত্বক শেকড় (শেয়াল) বাড়ির পিছন দিয়ে এসে অতর্কিত ভাবে হামলা করে উক্ত বাচ্চার নাকে ও চোখের উপড়ে বিষ দাঁত বসিয়ে দেয়। পরবর্তীতে দুই শিশুকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এলাকাবাসী জানান,এখানে আজকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে।এছাড়াও বেশ কিছু গবাদিপশুকেও একি ভাবে আক্রমণ করেছে শিয়াল। তারা এই হিংসাত্মক শেকড়ের (শেয়াল) এর আক্রমণ থেকে বাঁচতে চায়। তাঁরা বাচ্চা নিয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ জান্নাতি ফাতেমা বলেন, শিশুটির অবস্থা তেমন ভালো ছিল না, তার চোখের উপরের কিছু অংশ ছিড়ে গেলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপালে রেফার্ড করি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।