ঢাকাSaturday , 4 February 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের ন্যয্য দাবির আন্দোলনে বন্ধ বুড়িমারাী স্থলবন্দর

TITUL ISLAM
February 4, 2023 10:50 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

ন্যায্যমজুরি, সঠিক সুযোগ সুবিধার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা। দুর্নীতি,অন্যায়ের প্রতিবাদ সহ ছয় দফা দাবিদে মাঠে নেমে আন্দোলন করছেন তিন হাজার শ্রমিক। এতে বন্দর ককার্যক্রম বন্ধ হয়ে য়ায়।

শনিবার সকাল থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছেন শ্রমিকরা।

জানা যায়, শ্রমিক সরদারের একচ্ছতা, সঠিক মজুরি না পাওয়া, দীর্ঘদিন ধরে সংগঠনের নির্বাচন না দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, ২০১০ থেকে ২০২২ সালের ভালপার গাড়ির টনের হিসাব না থাকা, দীর্ঘ এক যুগের টনপ্রতি ১ টাকা চিকিৎসা ভাতা নেওয়া হলেও তার হিসেব না থাকা, শ্রমিক সরদারের মৃত্যু হলে মধ্যযুগীয় নিয়মে তার সন্তানকে দায়িত্ব দেওয়া সহ বিপদে আপদে সংগঠনের সাহায্য না পাওয়ার ক্ষোভে বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন বন্দরের শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, আমরা তিনহাজারেরও বেশি শ্রমিক কাজ করি। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতিতে আমরা খেতে পারছিনা ঠিকমতো। ছেলেমেয়ের লেখাপড়া থেকে শুরু করে বাবা মায়ের চিকিৎসা করাতে পারছিনা। কোনরকমে দিন চালিয়ে যাচ্ছি। কিন্তু শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানানো হলেও শ্রমিক সরদার ও নেতারা বেশি টাকা নিয়ে মেরে দিচ্ছেন। সংগঠনের বিভিন্ন উৎসের টাকার কোন হিসেব না দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন। সরদার মারা গেলে তার সন্তান দায়িত্ব নিচ্ছে। শ্রমিকরা আজীবন কপাল পোড়া হয়ে থাকছি। কেউ অসুস্থ হলে সাহায্যের নিয়ম থাকলেও তাও হচ্ছে। তাই নিরুপায় হয়ে আমরা মাঠে নেমেছি।

এদিকে শ্রমিকদের ধর্মঘটে বন্ধ হয়ে পড়েছে দেশের অন্যতম স্থলবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম। ব্যাহত হচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। অনেক পন্যবাহী ট্রাক লোড আনলোড করতে পারছেনা। এতে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসাম মিঠু বলেন, শ্রমিকদের সাথে দ্রুত আলোচনা করে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। সন্ধায় শ্রমিক, শ্রমিক সরদার ও দায়িত্বশীলদের নিয়ে বসে এটি মিমাংসা করার চেস্টা চলছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।