লালমনিরহাটের আদিতমারীতে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামজিক আন্দোলন বিষায়ক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জি,আর সারওয়ার এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভি,ডি,ও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্যে কালে সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম,পি বলেন, মাদক ব্যবসায়ী যত শক্তিশালী হোক না ক্যান তাদের কোন ছাড় দেওয়া হবে না- বা যে,কোন দলের হোক না কেন, তাদের কোন ছাড় হবে না।
তিনি বলেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে মাদকে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে।তারই ধারাবাহিকতায় প্রত্যেক সচেতন ব্যক্তি,,পুলিশ প্রশাসন, গন্যমান্য ব্যক্তিদের কে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।
তাহলেই প্রকৃত ভাবে মাদক নিমূল সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ ব্যপারে সকলের সহযোগিতা কামনা করেন।।
উক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, বীর মুক্তিযুদ্ধা আব্দুল হামিদ মোল্লা, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মোসারব হোসেন,সমবায় কর্মকর্তা ফজলে এলাহী লেবু, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী-যুবলীগ আদিতমারী উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি রবিউল ইসলাম বাবুল। আদিতমারী উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক,ও প্রেস প্রসক্লাব সভাপতি ফরহাদ আলম সুমন, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আমন্ত্রিত অতিথি ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লালমনিরহাট জেলার সহকারী পরিচালক খায়রুল বাসার।